মোঃ ফারজুল ইসলাম পীরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ
– রংপুরের পীরগঞ্জে পৌরসভায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ হোটেল ও রোস্তারাকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ (১৯ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে উপজেলার পৌরসভাস্থ ক্যাফে অনন্যা ও গুলশান হোটেল এ্যান্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। এ সময় সঙ্গে ছিলেন পীরগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত স্যানেটারী ইন্সপেক্টর আরিফুল ইসলাম লেনিন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট জানান, বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট লাইসেন্স না থাকার কারনে ওই ২ হোটেলকে জরিমানা করা হয়। এর আগে তিনি পীরগঞ্জ পৌর বাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য সামগ্রী বিক্রী করতে নির্দেশনা প্রদান দেন। উক্ত নির্দেশ অমান্যকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালানার কথা জানান।