চরফ্যাশনে অটোরিকসা চার্জ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু

মোঃফাহিম মোল্লা,চরফ্যাশন (ভোলা)প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে অটো রিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইউসুব মাঝি (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে । (১৮ সেপ্টেম্বর) সোমবার রাতে দক্ষিন আইচা থানার চর মানিকার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডেও কচ্ছপিয়া গ্রামে চার্চ কলোনিতে এদূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ইউসুফ মাঝি ওই গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। ইউসুফ মাঝির স্বজন শারমিন বেগম জানান, সোমবার রাতে ইউসুফ মাঝি তার ব্যাটারি চালিত অটোরিকশাটি বসত ঘরের পাশে চার্জ দেয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দেয়। পরে আমি ঘরের দরজা খুলে দেখি অটোরিকশার সাথে বিদ্যুতায়িত হয়ে ইউসুফ মাঝি’র হাত-পা লেগে রয়েছে। এরপর আমি ডাক চিৎকার করতে থাকি এবং বসতঘরের কারেন্টের মেইন সুইস বন্ধ করে দিলে ইউসুফ মাঝি মাটিতে লুটে পড়ে। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ আইচা থানার (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় অটোরিকশা চালক ইউসুফ মাঝি’র মরদেহ তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

শেয়ার করুন