নীড ক্যাডেট স্কুলের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ ফারজুল ইসলাম পীরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ

পীরগঞ্জ পৌরসভার থানা পাড়ায় নীড ক্যাডেট স্কুলে গৌরবময় সাফল্য অর্জন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নীড ক্যাডেট স্কুল এর পরিচালক জহুরুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন নীড ক্যাডেট স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মাফিয়া আরেফিন এ্যানি ও দশম শ্রেণীর শিক্ষার্থী মীর হোসাইন । পীরগঞ্জে এই প্রথম এসএসসি’তে শতভাগ এ প্লাস প্রাপ্তির গৌরব অর্জন করেছে নীড ক্যাডেট স্কুল, এবং নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষায় ৬৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে ছিলেন, সেখানে বিজ্ঞান বিভাগে মাত্র ১ হাজার ৮ শত জনকে নির্বাচন করা হয়েছে । নীড ক্যাডেট স্কুলের ছাত্র আবু সালেহ্ ফারহান নির্বাচিত হওয়া উপলক্ষে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নীড ক্যাডেট স্কুল মাঠে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । নীড ক্যাডেট স্কুলে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এস এম তাজিমুল ইসলাম শামীম । পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন ও মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রিনা । বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখার সদস্য শিল্পপতি সিরাজুল ইসলাম সিরাজ, রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও রংপুর জেলা সেরা করদাতা জাহিদুল ইসলাম রুবেল । জাতীয় পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরে আলম যাদু, পৌর কাউন্সিল সাইফুল আজাদ মন্ডল ও সংরক্ষিত মহিলা কাউন্সিল সাবানা বেগম । পীরগঞ্জ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ সাদেকুল ইসলাম, পীরগঞ্জ সমবায় অফিসার মাহফুজা বেগম । এ উপলক্ষে থানাপাড়া নীড ক্যাডেট স্কুল মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন