শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সর্দারের মানবিকতা


নিজস্ব প্রতিবেদক,শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের শ্যামলী আবাসিক এলাকার বৃদ্ধ আবুল মিজি স্ত্রীসহ বসবাস করছেন। অপারেশনে তার একটি পা কেটে ফেলায় অসুস্থতার জন্য খেয়ে না খেয়ে দিন পার করছেন তিনি। আবুল মিজির এমন দন্যদশার খবর জানতে পরেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার। পরে তিনি বৃহস্পতিবার রাতে অসহায় বৃদ্ধ আবুল মিজির ঘরে একমাসের জন্য চাল, ডালসহ অন্যান্য খাবার নিয়ে হাজির হন। খাবার গুলো দেখে খুশিতে বৃদ্ধ আবুল মিজি ও তার স্ত্রী খুশিতে আত্বহারা হয়ে উঠেন। এমন মানবিকতায় বৃদ্ধ আবুল মিজি ও তার স্ত্রী ওসি জাহাঙ্গীর হোসেন সর্দারের জন্য দোয়া করেন। এসময় ওসির সাথে ছিলেন শ্রীমঙ্গল থানার এস আই রফিকুল ইসলাম।

 

শেয়ার করুন