নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের স্বাবলম্বী করে তোলতে নকশী কাঁথা তৈরি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দীকী। উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সঞ্চালনায় ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সম্পাদক জগৎজ্যাতি ধর শুভ্র, শ্রীমঙ্গল বিএমএর সভাপতি ডা. হরিপদ রায় প্রমুখ।
নকশি কাঁথা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
শেয়ার করুন