বিএনপি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়\ এরা চায় বাংলাদেশ ধ্বংস হোক: আ ফ ম বাহাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন- ‘এরা (বিএনপি) লুটেরা। বাংলাদেশের বিপক্ষে বিদেশি প্রভুদের কাছে তারা ধরনা দেয়। লবিস্ট নিয়োগ করে। নির্বাচনের পরিবেশকে এমন পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় যেন বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা যেন না থাকে। এরা চায় বাংলাদেশ ধ্বংস হোক। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি বিএনপি-জামাত চায়না।‘

তিনি বলেন- ‘মানুষের উন্নতি দেখে তাদের দুঃখ হয়। এখন যখন বাংলাদেশে দুর্ভিক্ষ হয় না, মানুষ না খেয়ে মারা যায় না, দেশ এগিয়ে যাচ্ছে- এটা দেখে তাদের কষ্ট হয়। বিএনপি চায় দুর্ভিক্ষ, মানুষের কষ্ট।’

রোববার (২৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এর আগে দুপুরে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধকের বক্তব্যে বাহাউদ্দিন নাছিম বলেন- ‘শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রের আকাশে তখন শকুনদের আনাগোনা। এই শকুনদের আমরা সরিয়ে দেবো। তাদের জানাতে চাই বাংলাদেশ স্বাধীন।’ আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পাশে আছি। আমরা কাউকে পরোয়া করি না। আমাদের সংবিধানের পবিত্রতা যেকোনো মূল্যে রক্ষা করবো। বিএনপি সন্ত্রাসী কার্যক্রমের চেষ্টা করছে। আমাদের সরকার জনগণের সরকার। শেখ হাসিনার পায়ের তলায় মাটি আছে, ষোলো কোটি মানুষ আছে।’

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘তোমরা কি করতে পারো মানুষ তা দেখেছে। জ্বালাও পোড়া ও, হত্যা, লুট- তা মানুষ দেখেছে। তোমরা যদি মানুষের পক্ষে হও, মানুষের পক্ষে দাঁড়াও। শান্তি ও গণতন্ত্রের পথে আসো। বীর বাঙালি জাতি কখনই কারো কাছে মাথা নত করে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ’

বিএনপিকে উদ্দেশ্য করে বাহাউদ্দিন নাছিম আরো বলেন, বিএনপি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। কোনো সন্ত্রাসী গোষ্ঠী যদি দেশের শান্তি নষ্ট করতে চায়। তাদের আমরা প্রতিহত করবে।

এর আগে বেলা দেড়টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

সম্মেলনে অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ।

এছাড়াও স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুল হক, উপ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন প্রমুখ।

সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ স্বেচ্ছাসেবকলীগে বিভিন্ন জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসগ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

শেয়ার করুন