এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদন:
মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে ভারতীয় ফেন্সিডিলসহ দুই যুবক গ্রেপ্তার হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর নেতৃত্বে কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার শরীঢপুর ইউনিয়নের কালারায়েরচর গ্রাম থেকে ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মৌলভীবাজার জেলার বর্ষিজুড়া চাদনীঘাট ইউনিয়নের বর্ষিজুড়া গ্রামের সুলতান খান এর পুত্র আফজল খাঁন (৪০) ও কনকপুর ইউনিয়নের রংদাস গ্রামের নুরুল ইসলাম এর পুত্র আশরাফুল ইসলাম (৩৮)। গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদারতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কুলাউড়ায় ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২
শেয়ার করুন