ঠাকুরগাঁওয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩/২০২৪ আওতায় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২ অক্টোবর সোমবার ঠাকুরগাঁও আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে কাবাডি (বালক /বালিকা) খেলা অনুষ্ঠিত হয়। উক্ত কাবাডি প্রতিযোগিতায় ক্রীড়া অফিসার জনাব গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ মামুন ভূঁইয়া,বিশেষ অতিথি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ দলিলুর রহমান বাবুল।আরো বক্তব্য রাখেন মহিলা ক্রীড়া সম্পাদিকা প্রীতি গাঙ্গুলী,ক্রীড়া শিক্ষক জনাব মাসুদ রানা,মোঃ আব্দুল আলিম ও সহকারী শিক্ষক জনাব মোঃ ওবায়দুর রহমান প্রমুখ। কাবাডি খেলায় আইডিয়াল হাই স্কুল চ্যাম্পিয়ন ও হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় রানার্স আপ (বালক) এবং সি.এম.আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও আইডিয়াল হাই স্কুল রানার্স আপ (বালিকা)। খেলা শেষে বিজয়ীদের হাতের ট্রফি তুলে দেন অতিথিরা।

শেয়ার করুন