চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি:
ভোলার চরফ্যাসনে ভোগদখলীয় বাগানের সুপারি নিতে বাধা দেয়ায় প্রভাবশালীদের হামলায় মারধর ও বসত ঘরে ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় একই পরিবারের এক শিক্ষার্থীসহ দুই নারী আহত হয়েছেন। (২ অক্টোবর) রোবার সন্ধ্যায় ওসমানগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় স্বজনরা আহত দুই নারীকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন, রাশেদা বেগম(৫০) ও সাবিনা ইয়াছমিন(১৪)। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার সুত্রে জানাগেছে। হাসপাতালে চিকিৎসাধীন রাশেদা জানান, ওসমানগঞ্জ ইউনিয়নের তার বসত ঘর সংলগ্ন তার ভোখদখলীয় বাগান থেকে জোরপূর্বক প্রতিবেশী মো. নবীন সুপারি পেরে নিতে শুরু করেন। এসময় তিনি এবং তার স্কুল পড়ুয়া নাতিন তাদের বাধা দেয়। সুপারি নিতে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে নবীনসহ তার স্ত্রী মিলি বেগম ও ভাই নিরব সংঘবদ্ধ হয়ে তাদের ওপর অর্তকিত হামলা চালিয়ে মারধর করেন। তাদের হামলা থেকে বাঁচতে দুই নারী তাদের বসত ঘরে আশ্রয় নিলে প্রতিবেশী নবীনসহ তার দলবল তাদের ঘরে ঢুকে দ্বিতীয় দফায় মারধর ও বসত ঘরে ঢুকে আসবাব পত্র ভাংচুর চালায়। তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা দ্রুত পলিয়ে যায়। পরে স্বজনরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। অভিযুক্ত মো, নবীন এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি। চরফ্যাসন থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, এঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি । অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।