মো:ফাহিম মোল্লা,চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে স্টেকহোল্ডাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(৩ অক্টোবর)মঙ্গলবার চরফ্যাসন উপজেলা পরিষদ হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য অফিস আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক প্রধান অতিথি ছিলেন। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, মা ইলিশ আমাদের সম্পদ, অবরোধ চলাকালীন সময়ে সরকারি আইন অমান্য করে কোন জেলে মা ইলিশ শিকার করলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মারুফ হোসেন মিনারের সভাপতিত্বে মেরিন ফিসারিজ অফিসার মো. সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন চরফ্যাসন থানার ওসি তদন্ত রিপন কুমার সাহা, চরফ্যাসন উপজেলা মৎস্য জীবি লীগ সভাপতি শফিউল্লাহ পালোয়ান, সহ-সভাপতি রুহুল আমিন,সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মিজানুর রহমান নয়ন ও কালের কন্ঠের সাংবাদিক কামরুল সিকদার, প্রমুখ। জেলে নেতৃবৃন্দ, সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তারা এসভায় উপস্থিত ছিলেন।