মৌলভীবাজারে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্টাবার্ষিকী উদযাপন

এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে পাঠক নন্দিত জাতীয় পত্রিকা দৈনিক আমাদের সময়ের ১৯তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল সাগরদিঘী সড়কস্থ শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে পাঠক প্রিয় দৈনিক আমাদের সময়ের ১৯তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। আমাদের সময়য়ের মৌলভীবাজার জেলা প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোমের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোয়েব হোসেন চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর মীর এম এ সালাম, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (এসআই) রাকিব। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাইটিভি প্রতিনিধি সঞ্জয় দে, প্রথম আলো প্রতিনিধি শিমুল তরফদার, কাতার প্রবাসী সুব্রত চক্রবর্তী প্রমুখ। পরে দৈনিকটির প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়।

 

শেয়ার করুন