মৌলভীবাজারে এমপি আব্দুস শহীদের নিকট বিসিএস সাধারণ শিক্ষা সমিতির স্মারকলিপি প্রদান

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কর্মসূচির অংশ হিসেবে আজ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, মৌলভীবাজার জেলা কমিটি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপির নিকট স্মারকলিপি প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ এবং মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক সুদর্শন শীল।

আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী। এছাড়াও মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন