মোঃফাহিম মোল্লা, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে ট্রলারসহ নিখোঁজ ১২ জেলের সন্ধান পাওয়া গেছে। জেলেরা নেটের বাহিরে থাকায় নিখোঁজের তথ্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। সর্বশেষ জেলেরা নিরাপদে সাগড়ে মাছ ধরছে বলে জনিয়েছেন ট্রলার মালিক। ট্রলার মালিক জহির খাঁ জানান, ২অক্টোবর চরফ্যাশন উপজেলার চর কুকরী-মুকরী থেকে জহির খাঁ এর ট্রলার নিয়ে মফিজ মাঝিসহ ১২ সাগড়ে মাছ ধরতে যায়। তবে হঠাৎ করেই তাদের সাথে যোগাযোগ বন্ধ হলে নিখোঁজের আশঙ্কা সৃষ্টি হয়। পরে অনেক খোঁজাখুঁজি পর গতকাল ৫ অক্টোবর দুপুরে মফিজ মাঝির সাথে ট্রলার মালিক চর কুকরী-মুকরী ইউনিয়নের ৩নং ওয়ার্ড নবী নগরের বাসিন্দা জহির খাঁ এর সাথে কথা হয়। তিনি জানান, মাঝিসহ জেলেরা নিরাপদে আছে এবং তারা মাছ ধরার কাজে ব্যস্ত আছে। এবিষয়ে চর কুকরী-মুকরীর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন বলেন,দুপুরে ট্রলার মালিকদের সাথে জেলেদের কথা হয়েছে বলে ট্রলার মালিক আমাকে নিশ্চিত করেছে। তারা নিরাপদে মাছ ধরছে।