শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্টিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল কালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সম্প্রীতি কমিটির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব এর সভাপতিত্বে সমাবেশে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়, এসআই রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ইউনিনের নারী ও পুরুষ ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।