মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন বিদ্যালয়ের ১শত শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। ১২অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমী ভবনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজনে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনাব ফারুখ আহমেদ এর সভাপতিত্বে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) জনাব মোঃ সোলেমান আলী,ফাউন্ডেশনের কর্মকর্তা প্রমুখ। এ সময় অতিথিরা বিভিন্ন বিদ্যালয়ের ১শত শিক্ষার্থীদের হাতে নগদ ৫ হাজার টাকা করে মোট পাঁচ লক্ষ টাকা ও শিক্ষার উপকরণ বিতরণ করেন। এবং শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ মেলার আয়োজন করেন।এতে শিক্ষার্থীরা ১০ টাকার টোকেন এ শিক্ষার বিভিন্ন উপকরণ ক্রয় করেন। অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রধান শিক্ষকগণ ও ফাউন্ডেশন এর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।