নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিতরা হলেন, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের সুরুজ মিয়ার ছেলে চা শ্রমিক তাজুল ইসলাম (৫০) ও শ্রীনাথপুর গ্রামের মৃত জমসেদ মিয়ার ছেলে ভানুগাছ বাজারের ব্যবসায়ী শাহিন মিয়া (৪৮)।
পুলিশ জানায়, শুক্রবার ১৩ অক্টোবর বেলা ২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজারে একটি বিয়ের অনুষ্ঠানে মোটরসাইকেল যোগে যাযার সময় আকবরপুর আঞ্চলিক কৃষি গবেষনা ইন্সটিটিউট এর সামনে দি নিউ লাইফ নামীয়র একটি এ্যাম্বুলেন্সের সাথে তাদের মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাটরসাইকেল আরোহী তাজ উদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত শাহিন মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে শাহিন মিয়াও মারা যায়। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্স উদ্ধার করলেও অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়। চালককে আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
শেয়ার করুন