ডোমারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নীলফামারীর ডোমারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ। শনিবার (১৪ই অক্টোবর) উপজেলার গোমনাতীতে ইউনিয়ন বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু। গোমনাতী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মামুন-উর রশিদ (মামুন)-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তোহিদুল রহমান বুলবুলের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন। এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শফিউল বারী বুলবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ বিন আমিন সুমন প্রমূখ সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

শেয়ার করুন