শ্রীমঙ্গলে আগমনীর আগমন উপলক্ষে আলোচনা সভা


মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্টিত হয়েছে আগমনীর আগম উপলক্ষে আলোচনা সভা।
রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা পনিষদ অডিটোরিয়ামে দেবীদূত ছাত্র পরিষদের আয়োজনে আগমনীর আগম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

অনুষ্টানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর নিপেন্দ্রলাল দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। এছাড়াও অনুষ্টানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষিকা ও দেবীদূত ছাত্র পরিষদের সদস্যবৃন্দসহ সুধজিনরা উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।

শেয়ার করুন