নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক শায়েস্তাগঞ্জের বানীর ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ অক্টোবর) রাত ৮ ঘটিকার সময় নবীগঞ্জ মিম্বর টাওয়ারে নবীগঞ্জ প্রেসক্লাবের অস্হায়ী কার্যালয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সলিল বরন দাশের এর সভাপতিত্বে ও দৈনিক প্রতিদিনের সংবাদ নবীগঞ্জ প্রতিনিধি সাগর আহমেদ ও দৈনিক বাংলাদেশ সমাচার নবীগঞ্জ প্রতিনিধি স্বপন রবি দাস যৌথ পরিচালনায় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ হিরা মিয়া গালস্ হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমেদ,ইউনাইটেড আইডিয়াল সোসাইটির সভাপতি ওসিনিয়র সাংবাদিক মোঃ মোজাহিদ আলম চৌধুরী ,নবীগঞ্জ-হবিগঞ্জ সিএনজি শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রানা দেব ও বিশিষ্ট ব্যবসায়ী বিমল পাল প্রমুখ।