শ্রীমঙ্গলে কালাপুর ইউনিয়ন যুবলীগের বর্ধিত কর্মীসভা অনুষ্টিত


এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়ন যুবলীগের সদস্য সংগ্রহ, নবায়ন ও বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ, নবায়ন কার্যক্রম ও বর্ধিত কর্মী সভা অনুষ্টিত হয়েছে।
কালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুর রহমান শহিদ এর সভাপতিত্বে ও কালাপুর ইউনিয়ন যুবলীগের সদস্য বদরুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক মো. নুরুল আমিন, উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন, প্রমুখ। এছাড়াও ইউনিয়ন যুবলীগ নেতা মোস্তাক আহমেদ জিতু ও মো. আব্দুল আলীসহ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন