নিজস্ব প্রতিবেদক:
শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১১ টায় শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়ার নাট মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার পক্ষ থেকে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মায়েদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার সভাপতি অলক পাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুদীপ দাস রিংকুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অর্ধেন্দু কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়।, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ- সভাপতি অজয় কুমার দেব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি সুনীল বৈদ্য শচী, বাংলাদেশ পূজা উদযাপন শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীপদ দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলার শাখার সাধারন সম্পাদক সমীরন সরকার, শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া পরিচালনা পরিষদের উপদেষ্টা মুকুল বিকাশ দেবরায়, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যক্ষ ড. সঞ্জিত সেন রায়, সাবেক সাধারন সম্পাদক সুশীল শীল, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পূজা উদযাপন পরিষদ শাখার আইন বিষয়ক সম্পাদক অর্জুন ঘোষ, দীপক সুত্রধর প্রমুখ। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্টানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৩নং সদর ইউনিয়ন শাখার অর্থায়নে মায়েদের মাঝে বস্ত্র বিতরণের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান।