তানোর প্রতিনিধি:
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। এতে করে সভাপতি হিসেবে মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক হিসেবে জাকির হোসেনকে নির্বাচিত করা হয়েছে। চলতি মাসের (১৪ অক্টোবর) শনিবার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটি গঠনে কামারগাঁ উত্তর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, কামারগাঁ ইউনিয়ন দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ,৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমূখ উপস্থিত ছিলেন।