শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহারের বস্ত্র বিতরণ


নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শারদীয় দুর্গাপূজায় উপহার বস্ত্র বিরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌর এলাকার শাপলাবাগ স্বরলিপি সংঘের উদ্যোগে বস্ত্র বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
স্বরলিপি সংঘের সভাপতি গৌরাঙ্গ রায় এর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক সুদীপ দাশ রিংকুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সুদীপ দাশ রিংকু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, সম্পাদক শ্রীপদ দেব, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী ছোটন, মহিলা কাউন্সিলর শারমির জাহান, স্বরলিপি সংঘের সাধারণ সম্পাদক অসীম মজুমদার ও বাংলাদেশ হিন্দু সংস্কার কমিটির সভাপতি ড. সনজিত সেন রায় প্রমুখ। অনুষ্টানে স্বলিপিস্বরলিপি সংঘের পক্ষ থেকে শতাধিক নারী ও শিশুদের মধ্যে পূজোর উপহার হিসেবে নতুন পোষাক বিতরণ করা হয়।

 

শেয়ার করুন