এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সচেতনতামূলক প্রচারণার মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস।
রোববার (২২ অক্টোবর) সকাল ১০ টায় নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালী বের হয়ে করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল চৌমুহনায় এসে শেষ হয়। পরে বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে বিতরণ করা হয় লিফলেট, পোস্টার ও স্টিকার। নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে নিরাপদ সড়ক চাই আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। সভায় বক্তব্য রাখেন নিসচার শ্রীমঙ্গল উপজেলা শখার সহ সভাপতি অর্জুন ঘোষ, গোলাম রহমান মামুন, শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মতিন, দূর্ঘটনা বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, প্রচার সম্পাদক ইয়াছিন তালুকদার, যুব বিষয়ক সম্পাদক ইমন আহমেদ ফাহিম, সদস্য মো: আল আমিন মিয়া, মো: শহিদুল ইসলাম রবিন, কামল হাসান, ইয়াসিন আহমেদ শরিফসহ নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্যরা।
শ্রীমঙ্গলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শেয়ার করুন