এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান জেলার বিভিন্ন উপজেলায় গিয়ে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় ও মন্ডপ পরিদর্শন করছেন।
শনিবার (২১ অক্টোবর) রাতে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) জেলার জুড়ী, কুলাউড় ও বড়লেখা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময়া পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতনী ধর্মলম্বীদের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে মন্ডপে মন্ডপে শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার।
এসময় জেলা পুলিশ সুপার পূজা চলাকালীন সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতিতে কেউ যাতে কোন বিভেদ সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান। পরিদর্শনকালে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, জুড়ী, কুলাউড়া ও বড়লেখা থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপারের মৌলভীবাজারের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন
শেয়ার করুন