মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিঃ (নেসকো)’র গ্রাহক সেবার মানোন্নয়নের লক্ষ্যে “গ্রাহক ও অংশীজনের অংশগ্রহনে” গণশুনানী অনুষ্ঠিত হয়।রবিবার ঠাকুরগাঁও নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগের সভাকক্ষে এ গণশুনানীর আয়োজন করা হয়। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২৩-২৪ এবং জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা অনুযায়ী নেসকো পিএলসি ঠাকুরগাঁওয়ের আয়োজনে ঠাকুরগাঁও নেসকো পিএলসি’র বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী (অতিঃ দায়িত্ব) মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে গণশুনাণীতে অংশ নিয়ে বক্তব্য দেন প্রধান অতিথি নেসকো পিএলসি দিনাজপুরের পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এসই) মোঃফরিদুল হাসান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেসকো ঠাকুরগাঁওয়ে সহকারী প্রকৌশলী মোছাঃমুক্তা মনি, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ছাদেকুল ইসলাম, মোঃ রশিদুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ। এ সময় গণশুনানীতে বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন সমস্যার কথা উত্থাপন করা হয় এবং তা সমাধানে কর্তৃপক্ষ আশ্বাস প্রদান করেন।