মৌলভীবাজার সদর ও রাজনগর পূজামন্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার

এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজার জেলার সদর উপজেলা ও রাজনগর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপর মো. মনজুর রহমান।

রোববার (২২ অক্টোবর) রাতে জেলা পুলিশ সুপার জেলার সদর উপজেলার ও রাজনগর উপজেলায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতনী ধর্মালম্ভীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামন্ডপের উপহার সামগ্রী তোলে দেন। পরিদর্শনকালে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ও রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায়সহ অন্যন্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও পুলিশ সুপার এর আগে জেলার জুড়ী, বড়লেখা ও কুলাউড়ার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় ও মন্ডপগুলোতে উপহার সামগ্রী তোলে দেন।

শেয়ার করুন