এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন পূজামন্ডপে শুভেচ্ছা বিনিময় ও জেলা পুলিশের পক্ষ থেকে উপহার প্রদান করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান।
সোমবার (২৩ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীমঙ্গলের বিভিন্ন দুর্গা মন্ডপ পরিদর্শন ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান (পিপিএম বার)। এসময় তিনি পূজা মন্ডপগুলোতে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী তোলে দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।
শ্রীমঙ্গলের বিভিন্ন পূজামন্ডপে উপহার প্রদান
শেয়ার করুন