মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। গত শনিবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মো হায়দার আলী (বাবলু) সভাপতি ও মোঃ মাহাবুব আলম (বাবু) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি পদে আবু নঈম মোহাম্মদ মামুন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম (মামুন), দপ্তর সম্পাদক চৌধুরী মোঃ সিফাত বিন সারোয়ার (নির্ণয় চৌধুরী), সড়ক সম্পাদক এস,এম সামসুজ্জোহা সরকার ও কার্যনির্বাহী সদস্য পদে মোঃ মাহফিজুর রহমান নির্বাচিত হন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ১২৮ জন ভোটারের মধ্যে ১২২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ রমজান আলী।