মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণের সনদপত্র বিতরণ ও গাছের চারা ও তালবীজ বিতরণ করা হয়। বুধবার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের সভাকক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভায় ঠাকুরগাঁও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মনসুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র এবং বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়াও বিভিন্ন গাছের চারা ও তাল বীজ বিতরণ করা হয় অনুষ্ঠানে।