নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি ঢাকায় একটি রাজনৈতিক দলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩০ জন সাংবাদিকের উপর হামলাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সিনিয়র সহ-সভাপতি ইমন কল্যাণ দেব চৌধুরী, সিনিয়র সদস্য যায় যায় দিনের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, ক্লাবের সদস্য ও দৈনিক খোলা চিঠি এর বার্তা সম্পাদক নান্টু রায়, বাংলা টিভির শ্রীমঙ্গল প্রতিনিধি বর্ন চক্রবর্তী ও সদস্য রোমানা রুমু সহ অন্যান্য সদস্যরা। এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক দলের যে কোন ঘোষণা থেকে শুরু করে সকল সংবাদ গণমাধ্যমকর্মীরাই প্রচার করেন এবং সারাদেশের মানুষকে জানান দেন। কিন্তু সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে যদি গণমাধ্যম কর্মীর উপর হামলা হয় এটা দুঃখজনক। যারা এই হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা আরো বলেন, যারা সাংবাদিকের প্রেস জ্যাকেট ব্যবহার করে নাশকতা মূলক কর্মকাণ্ড করছেন তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার।