এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
”সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ ও সমবায় ইউনিয়নের আয়োজনের আয়োজনে সমবায় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন মো. মনজুর রহমান পিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন, মৌলভীবাজার সমবায় ইউনিয়ন লিমিটেডে এর সভাপতি ও আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এর উপনিবন্ধক অধ্যক্ষ তোফায়েল আহম্মদ, জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন প্রমুখ।
দিবসটি উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তালুকদার এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ। এছাড়াও বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।