এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের উপজেলার মাধবপুর ইউনিয়নের নুরজাহান চা বাগান টু মাঝেরছড়া সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সদর ইউনিয়নের ভানুগাছ বাজার থেকে পশ্চিম বাগমারা সড়কে বালিছড়া খালের উপর নির্মিত গার্ডার ব্রীজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ নভেম্বর) গুরুত্বপূর্ণ গ্রামীন অবকাঠামো উন্নয়ন এর আওতায় মাধবপুর ইউনিয়নের নুরজাহান চা বাগান টু মাঝেরছড়া সড়ক এর রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
এসময় কমলগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদিন, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, পৌর মেয়র জুয়েল আহমদ, উপজেলা প্রকৌশলী জাহিদ হাসান, মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসিদ আলী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হান্নান মিয়া, রহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বদরুল, আলীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু , উপজেলা ছাত্রলীগের সভাপতি হামিম মাহমুদ, সম্পাদক পাপ্পু প্রমুখ। এর আগে গতকাল কমলগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নির্মিত সদর ইউনিয়নের ভানুগাছ বাজার থেকে পশ্চিম বাগমারা সড়কে বালিছড়া খালের উপর নির্মিত গার্ডার ব্রীজের উদ্বোধন করেন এমপি।