
এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে দিদেশী মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
এঙ্গলবার (৭ নভেম্বর) গোপন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই আজিজুর রহমান নাইম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মৌলভীবাজার শহরের পৌর এলাকা থেকে রাহুল দে রিপন (৪০) নামে এক মাদক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃতের হেফাজত থেকে ১০ বোতল বিদেশী মদ উদ্ধার করেন ডিবি সদস্যরা।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, বিক্রির জন্য মতদের বোতলগুলো ভারত সীমান্ত থেকে সংগ্রহ করেছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।