এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ড কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে পৌর আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ড কমিটির কমিটি কতৃক আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
সম্মেলন উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি জিল্লুল আনাম চৌধুরী চেমন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম-সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, মো. ছালিক আহমেদ, দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন ফয়েজ, আওয়ামী লীগ নেতা বিতেশ চৌধুরী অপু, বদরুল হক, তহিরুল ইসলাম মিলন প্রমুখ। সভাপতিত্ব করেন জহির আহমদ শামীম, মুহিবুর রহমান।
শ্রীমঙ্গলে পৌর আ.লীগের ওয়ার্ড কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন
শেয়ার করুন