গোমস্তাপুরে সামাজিক সুরক্ষা ভাতাভোগীদের সাথে মতবিনিময়

উওম কুমার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ইউনিয়ন পর্যায়ে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সুবিধাভোগী ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভা করেছেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। আজ ৭ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় বংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রহনপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের জাতীয় সংসদ সদস্য মু: জিয়াউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ মতিউর রহমান খাঁন, মেয়র, রহনপুর পৌরসভা। জামাল উদ্দিন মন্ডল, চেয়ারম্যান, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ। হাসানুজ্জামান নুহু, ভাইস চেয়ারম্যান, গোমস্তাপুর উপজেলা পরিষদ ও যুগ্ম সাধারণ সম্পাদক, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ। সাবিহা শবনম কেয়া, সংরক্ষিত সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ ও সহ-সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ মহিলা আওয়ামী লীগ। গোলাম কিবরিয়া হাবিব, চেয়ারম্যান, চৌডালা ইউনিয়ন পরিষদ। সভাপতিত্ব করেনঃ মনিরুজ্জামান সোহরাব, চেয়ারম্যান, রহনপুর ইউনিয়ন পরিষদ।

শেয়ার করুন