উওম কুমার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ইউনিয়ন পর্যায়ে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সুবিধাভোগী ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভা করেছেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। আজ ৭ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় বংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রহনপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের জাতীয় সংসদ সদস্য মু: জিয়াউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ মতিউর রহমান খাঁন, মেয়র, রহনপুর পৌরসভা। জামাল উদ্দিন মন্ডল, চেয়ারম্যান, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ। হাসানুজ্জামান নুহু, ভাইস চেয়ারম্যান, গোমস্তাপুর উপজেলা পরিষদ ও যুগ্ম সাধারণ সম্পাদক, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ। সাবিহা শবনম কেয়া, সংরক্ষিত সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ ও সহ-সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ মহিলা আওয়ামী লীগ। গোলাম কিবরিয়া হাবিব, চেয়ারম্যান, চৌডালা ইউনিয়ন পরিষদ। সভাপতিত্ব করেনঃ মনিরুজ্জামান সোহরাব, চেয়ারম্যান, রহনপুর ইউনিয়ন পরিষদ।