সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার পদমপুর হাজীপাড়া গ্রামে ৮ নভেম্বর ( বুধবার) ভোরে স্ত্রীকে ছুরি দিয়ে হত্যা করেন পাষন্ড স্বামী |পরে নিজে থানায় এসে আত্মসমর্পন করেন তিনি | স্থানীয় সুত্রে জানা যায়– নাজমুল হুদা ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েন | কিছুক্ষন পর স্ত্রী রাবেয়া থালাবাসন মাজার এক পর্যায়ে তাকে ঘরে আসতে বলেন এবং কিছু বুঝে উঠার আগেই রাবেয়ার বুকে এলোপাতাড়ি চুরি দিয়ে বুকে আঘাত করেন | আঘাতের পর রাবেয়া মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় ও পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন | নাজমুল পদমপুর হাজীপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে | থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল ইসলাম জানান–আসামী থানায় আটক আছে এবং মামলা প্রক্রিয়াধীন চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে |