নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়ার চিহৃত অপরাধী মোস্কাফিজুর রহমান ফুল মিয়া পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) বিকেলে কুলাউড়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার জয়চন্ডি ইউনিয়নের বিজয়া বাজার থেকে কুখ্যাত চুরি, ছিন্তাই ও ডাকাতির সাথে জড়িত চিহৃত অপরাধী মোস্তাফিজুর রহমান ফুল (৩৫) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফুল মিয়া উপজেলার জয়পাশা গ্রামের মন্তাজ আলীর ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত ফুল মিয়ার বিরুদ্ধে কুলাউড়াসহ বিভিন্ন থানা এলাকায় চুরি, ছিন্তাই, ডাকাতিসহ গুরুতর অপরাধের একাধিক মামলা রয়েছে।
কুলাউড়ার কুখ্যাত অপরাধী ফুল মিয়া গ্রেপ্তার
শেয়ার করুন