এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরোয়ানাভুক্ত ২ আসামিসহ ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ নভেম্বর) শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে পরোয়ানাভুক্ত ২ আসামিসহ ৫জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকুতরা হলেন, সিআর-২৯৫/২৩ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামি উজেলার সবুজবাগ গ্রামের রবি করের ছেলে মিষ্টু কর, সিআর-৫২৪/২৩ (সদর) এর পরোয়ানাভুক্ত আসামি শ্রীমঙ্গল উপজেলার বিষামনি গ্রামের কাশেম মিয়ার ছেলে লায়েছ মিয়া, শ্রীমঙ্গল থানার মামলা নং-০৯ (১১)২০২৩ ইং এর এজাহারনামীয় আসামি মফিজ মিয়ার ছেলে কামাল মিয়া (৩৮), উপজেলার সাইটুলা গ্রামের মাসুক মিয়ার ছেলে মশাহিদ মিয়া (৪০) ও শ্রীমঙ্গল থানার মামলা নং-০৭ (১১)২০২৩ এর এজাহারনামীয় আসামি উপজেলার কামারগাঁও গ্রামের জয়নুল্লাহ এর ছেলে মো. আরজু মিয়া।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার গ্রেপ্তাররের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ৫ আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।