প্রাথমিক বিদ্যালয়ে রিডিং ও রাইটিং হসপিটাল কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় সভা


এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূরীকরণে রিডিং ও রাইটিং হসপিটালের কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে করণীয় শির্ষক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ-সভাপতি ডা. হরিপদ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মো. লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, আওয়ামী লীগের সহ- সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, আশিদ্রোণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর। এছাড়াও সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, মো. ছালিক আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক বিকুল চক্রবর্তী, কালীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল আমিনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক. শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
সভা শুরুতে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর উদ্যোগে স্কুলে স্কুলে রিডিং ও রাইটিং হসপিটাল কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের প্রাথমিক শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ, শুদ্ধ বানান ও কথা বলা চর্চা নিয়ে রিডিং ও রাইটিং হসপিটালসহ বিভিন্ন শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন বক্তারা

শেয়ার করুন