তফসিল ঘোষণায় মৌলভীবাজারে আওয়ালীগের আনন্দ মিছিল

এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে মৌলভীবাজার জেলা সদরসহ জেলার বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল ঘোষণা করার পর মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমানসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তফসিলকে স্বাগত জানিয়ে জেলার কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ মিছিল বের করে। এছাড়াও ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল করেছে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্তরে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, ছাত্রলীগের সাবেক সভাপতি মোমিনুল হোসেন সোহেল, উপ দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ, কৃষকলীগের যুগ্ম আহবায়ক আবু তালেব বাদশা, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, সহ-সভাপতি ইমাম হোসেন সোহেল, ছাত্রলীগ নেতা উজ্জ্বল, তাসলিম, নাহিদ, সাজ্জাদ, শিমুল ও সালাত প্রমুখ।

 

শেয়ার করুন