মৌলভীবাজার প্রতিনিধি
বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফা অবরোধ ও বামজোটের ডাকা হরতালের কোনো প্রভাব পড়েনি মৌলভীবাজারে।
দূরপাল্লার গণপরিবহন চলাচল না করলেও থেমে নেই ছোট প্রইভেট গাড়ী ও অভ্যান্তরীন যাত্রীবাহী বাস মিনিবাস। সকাল থেকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর রোড ও শ্রীমঙ্গল-কুলাউড়া-শমশেরনগর রোডে চলাচলকারী বাস চলাচল করতে দেখা গেছে। চলছে প্রাইভেট গাড়ী ও সিএনজি অটোরিকাসা ও মালকাহী গাড়ী। কোথাও কোন ধরণের পিকেটিং কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলা আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠননের নেতাকর্মীদের মাঠে থাকলেও কোথাও বিএনপি ও সমমনা দলের কোন নেতাকর্মীদের দেখা যায়নি। এছাড়াও জেলার ৭ উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও শান্তি-উন্নয়ন সমাবেশ করেছে।
এছাড়্রাও গতকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কফসিল ঘোষণার আগ থেকেই যেকেনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। পুলিশ, বিজিবি ও র্যাবের সড়কে টহল দিতে দেখা গেছে।
অবরোধ ও হরতালে প্রভাব নেই মৌলভীবাজারে
শেয়ার করুন