চরফ্যাশনেএক সঙ্গে চার সন্তান প্রসব করলেন এক গৃহবধু

মো:ফাহিম মোল্লা,চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানাধীন জাহানপুর ইউনিয়নের এক গৃহবধু এক সঙ্গে চার সন্তান প্রসব করেছেন। শুক্রবার রাতে চরফ্যাশন হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা.হোসনে আরার তত্বাবধানে প্রাইভেট ক্লিনিক আধুনিক হাসপাতালে এন্ড ডায়গনস্টিক সেন্টারে তিনি নবজাতক চারটি জন্ম দিয়েছেন বলে জানাগেছে। ডা.হোসেনে আরা জানান, বর্তমানে মা এবং নবজাতকরা সুস্থ্য আছে। প্রসুতির নাম তানজিলা বেগম । সে জাহানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. সোলেমানের স্ত্রী। আধুনিক হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারের পরিচালক তীতুমীর জানান , ডেলিভারী জনিত কারণে প্রসুতি শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ভর্তি হয়েছেন। ভর্তির একঘন্টা পরেই তিনি স্বাভাবিক ভাবেই পর পর চারটি সন্তান প্রসব করেন। সন্তানদের মধ্যে ২জন ছেলে দুই কন্যা সন্তান। মা ও নবজাতকরা হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. হোসনে আরার তত্বাবধানে আধুনিক হাসপাতালে আছেন। নবজাতকদের বাবা সোলেমান জানান, তার স্ত্রী এই প্রথম সন্তান জন্ম দিয়েছেন। এক সঙ্গে চার সন্তান ভুমিষ্ট হওয়ায় তারা স্বামী স্ত্রী উভয়ে খুশি
শেয়ার করুন