তানজিল হোসেন, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাটে নারী ও কিশোর-কিশোরীদের সাথে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) দুপুরে মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের আলম নগরে স্থানীয় ইউপি সদস্য নওয়াব আলীর সভাপতিত্বে ও শামীম আহমদের পরিচালনায় সচেতনতামূলক উঠান বৈঠকে প্রধান অতিথির দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আফিয়া বেগম। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নী। এ সময় প্রশিক্ষক রহমত উল্ল্যাহ, জেন্ডার প্রমোটার রাসিদা আক্তার ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ বক্তব্য দেন। এছাড়া উঠান বৈঠকে অংশগ্রহণ করেন বিডব্লিউবি, মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকার ভেগীরা।