টানা ৩য় বার আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বীর মুক্তিযোদ্ধা আবতাব উদ্দিন সরকার

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

অবশেষে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে টানা ৩য় বার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ডিমলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবতাব উদ্দিন সরকার। বোরবার (২৬শে নভেম্বর) বিকালে তার নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে নৌকা প্রতীকে লড়বেন বীর মুক্তিযোদ্ধা আবতাব উদ্দিন সরকার। এর আগে এই আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়নে টানা ২বার সংসদ সদস্য নির্বাচিত হন।বীর মুক্তিযোদ্ধা আবতাব উদ্দিন সরকার ও তার পরিবারের বিরুদ্ধে নেই কোন অনিয়ম দুর্নীতির অভিযোগ।এমপি হওয়ার পরে তিনি ডোমার-ডিমলা ছেড়ে কোথাও জাননি। বিভিন্ন অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তারা তার প্রশংসা করছেন। গত ১০বছর যাবত তিনি নীলফামারী-১(ডোমার-ডিমলা) দলমতের উর্ধ্বে কাজ করে যাচ্ছেন। তিনি আওয়ামী লীগ, যুবলীগ,সেচ্ছাসেবকলীগ, তাতীলীগ,মৎস্যলীগ,মহিলালীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠন সুসংগঠিত করেছেন। তার রয়েছে বিশাল ভোট ব্যাংক।বীর মুক্তিযোদ্ধা আবতাব উদ্দিন সরকার আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় নীলফামারী-১ (ডোমার-ডিমলায়) আনন্দের জোয়ার বইছে। দলীয় নেতা কর্মীরা মিষ্টি বিতরণ করছেন। টানা ৩য় বার এমপি হওয়ার পথে বীর মুক্তিযোদ্ধা আবতাব উদ্দিন সরকার। ডোমার-ডিমলায় তার শক্ত প্রতিপক্ষ লক্ষ্য করা যাচ্ছে না। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন