চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চরফ্যাশনে উৎসব মুখর পরিবেশে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীসহ ৪ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রিটানিং অফিসারের কার্যালয়ে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ ৪ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটানিং অফিসার নওরিন হক নিশ্চিত করেছেন। নির্বাচন অফিস সুত্রে জানাযায়,আওয়মীলীগ দলীয় মনোনিত প্রার্থী( নৌকা প্রতীক) সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রী ও বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও তৃর্নমূল বিএনপির মনোনিত প্রার্থী (সোনালী আশ প্রতীক) মোহাম্মদ হানিফ এবং স্বতন্ত্র প্রার্থী পদে আবুল ফয়েজ , জাতীয় পর্টির মনোনিত প্রার্থী ( লাঙ্গল প্রতীক) মো. মিজানুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন। উল্লেখ্য,১৫ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। গত ১৫ নভেম্বর ফরম বিতরন শুরু হয়। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আগামী ৭ ডিসেম্বর নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।