সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:
পরীক্ষার্থী গ্রেফতার ঠাকুরগাঁও জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করার দায়ে জেলার সুযোগ্য পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক মহোদয়ের বিচক্ষণতায় ও সার্বিক দিক-নিদের্শনায় ৯ জন পরীক্ষার্থী গ্রেফতার করা হয়েছে জানা গেছে আজ ৮ ডিসেম্বর ২০২৩ ইং ঠাকুরগাঁও জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রথম ধাপে জেলার ৩৪ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করার অপরাধে ডিজিটাল ডিভাইসসহ ৯ জন কে গ্রেফতার করে ঠাকুরগাঁও জেলা পুলিশ। গ্রেপ্তার কৃতরা হলো:- শ্রী টঙ্কুনাথ বর্মন (৩২) পিতা পঞ্চানন চন্দ্র, সাং বাজে বকসা উপজেলা রানীশংকৈল,ঠাকুরগাঁও পুলিশ লাইন্স স্কুল কেন্দ্র থেকে,মোঃ সোহানুর রহমান (২৮) পিতা মোঃ হুমায়ুন কবির সাং আলসিয়া উপজেলা রানীশংকৈল, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে,মোঃ উমর ফারুক (২৯) পিতা মোঃ আলিম উদ্দিন সাং পাটুয়াপাড়া উপজেলা পীরগঞ্জ, ঠাকুরগাঁও কালেক্টরেট স্কুল কেন্দ্র থেকে,মোঃ আনোয়ার খালেদ (২৮) পিতা মোঃ জামান আলী সাং আলোক সিপি উপজেলা বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্র থেকে,মোঃ আব্দুল আল নোমান (২৮) পিতা-মোঃ আকবর আলী সাং-আরাজি চন্দনচহট (মালিবস্তি) আউলিয়াপুর কচুবাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও মোছাঃ রোজিনা খাতুন (২৭) স্বামী মোঃ আজহারুল ইসলাম সাং মধুপুর উপজেলা রুহিয়া,মোছাঃ হাসনা হেনা (৩০) পিতা আনিছুর রহমান সাং হরিনমারী উপজেলা বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে,মোছাঃ আর্জিনা (৩০) স্বামী সমীরুল ইসলাম সাং নারায়ণপুর উপজেলা পীরগঞ্জ আর কে স্টেট উচ্চ বিদ্যালয় থেক, মোঃ মনিরুল ইসলাম (২৮) পিতা মোঃ এনামুল হক সাং বাজে বক্সা উপজেলা রাণীশংকৈল মোবাইলসহ আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে গ্রেফতার করা হয়। সাম্প্রতিক ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক ঠাকুরগাঁও জেলায় যোগদান করার পর জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। বর্তমানে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের কঠোর দিক নির্দেশনায় জেলার সকল থানার পুলিশ সর্বদা অপরাধ দমনে তৎপর রয়েছে। এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক মহোদয় জানান অপরাধীদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। সকলের সহযোগিতা ও দোয়াকামনা করেন তিনি।