রাণীশংকৈলে বেগম রোকেয়া দিবস পালিত

  সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর বেসরকারি সংস্থা  ইএসডিও, ব্রাক, সিডিএ গোগর নারী সংগঠন যৌথ আয়োজনে নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৯ ডিসেম্বর( শনিবার) সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থান এসে শেষ হয়। এরপরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাণীশংকৈল পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, প্রভাষক প্রশান্ত বসাক, রাণীশংকৈল প্রেসক্লাব ( নতুন+ পুরাতন) সভাপতি আনোয়ারুল ইসলাম, মোবারক আলীসহ উপজেলার কর্মরত সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও অনলাইন প্রিন্ট ইলেকট্রনিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন | পরে উপজেলা নারী সংগঠনের জয়িতার হাতে বেগম রোকেয়া সম্মাননা প্রদান করা হয়

শেয়ার করুন