মো:ফাহিম মোল্লা,চরফ্যাশন(ভোলা):
ভোলার চরফ্যাশনে বর্ণাঢ্য আয়োজনে নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ এই প্রতিপদ্যকে সামনে রেখে নানান কর্মসূচির মধ্যে দিয়ে রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। শনিবার(৯ই ডিসেম্বর) উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে স্থানীয় অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় ৫ জয়ীতাকে সমমাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুর নবী সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নওরিন হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন , উপজেলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম, চরফ্যাশনের সরকারী কলেজের প্রভাষক শাহানুর বেগম বিউটি প্রমুখ। এছাড়াও বিভিন্ন সমিতির সভাপতি সম্পাদক ও কিশোর -কিশোরী ক্লাবের সদস্য ও শিক্ষক , সাংবাদিক এবং সুশিল সমাজের ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।