ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় সুরাইয়া আক্তার নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৪ টিউবওয়েল এলাকায় রাস্তা পার হওয়ার সময় হানিফ কোচের ধাক্কায় এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া আক্তার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়। পুলিশ জানায় সকালে শিশুটি মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় এ সময় রাস্তা পার হওয়ার সময় হানিফ কোচ ধাক্কা দিলে ঘটনা স্হলে মারা যায় শিশুটি। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং কোচ টিকে আটক করা হয়েছে।

শেয়ার করুন